ফজরের নামাজ শেষে মুসল্লীরা
মসজিদ থেকে ফিরবে বাসায়,
কুয়াশার চাদর আবদ্ধ সবাই
গায়ে দেওয়া সবার শীত বস্ত্র,
নিঃশ্বাস আসছে মুখ থেকে ধোঁয়া
শরীরটা কেঁপে যাচ্ছে মৃদু-
আজ শৈত প্রবাহ কুয়াশায়
দেখা যাচ্ছে না কিছু!

বাড়ির ছেলে মেয়েরা শিউলি তলায়
গাছ ছাকিয়ে কুড়াতে ব্যস্ত ফুল !
দুবলা ঘাসে যেন মুক্ত বসেছে
লজ্জাবতীর কান্ডে আনন্দে শিহরিত !
ঘরের কোণে কবুতর বাকবাকুম বাকবাকুম,
চারিদিকেই হিম শীতে মৃদু লড়ছে পাতা,
খোয়ারে বন্দী মোরগ গুলো ডাকছে
নিস্পলক তাকিয়ে গরু শীতে পায় কষ্ট !

বয়োবৃদ্ধ দাদুর কণ্ঠে ভেসে আসছে
ঘরে কোরআনের সুমধুর সুর!
ক্ষণে ডাকে উঠানের বাচ্চাদের
দাদুভাইরা ঠাণ্ডা বেশি আয় ঘরে!
নাস্তা বানাতে ব্যস্ত মা
খেজুর রসে বিন্নি ধানের শিন্নি,
কাকিমা বানায় ভাপা পিঠা
শহুরে কুটুম এসেছে নেই কমতি!

কুয়াশা চাদরে ডেকেছে পথ ঘাট
তবুও ছুটে চলছে খেটে খাওয়া মানুষ
জীবনের তাগিদে কষ্ট মানিয়ে নেবে,
পরিবারের সুখ শান্তি, স্বপ্ন সবার।
আকাশ দেখা যাচ্ছে না ঠিক মত
অতিথি পাখি বিলে আনাগোনায় মুখরিত
শৈত প্রবাহ যাক না ফুরিয়ে-
অপেক্ষা সূর্যের মিষ্টি রোদে উদ্ভাসিত।