রাত যে আমার শেষ নাহি হয়
দিন যে আসবে কবে?
ভেবে অস্থির হৃদয় আমার
কাঁদে হু হু করে!

পথ যে আমার শেষ নাহি হয়
সীমানা মিলবে কবে?
ক্লান্ত কাতর যে আমি
বিশ্রাম হবে কবে!

স্বপ্ন আমার স্বপ্ন রয়ে যায়
পূরন কি আর হবে?
ভেবে ভেবে অস্থির মন
ঘুম নাহি আর আসে!

দিনের দেখা নাহি মিলে
রাত যে গভীরে স্থির-
সত্য জেনেও নিরুপায় আমি
চুপচাপ থাকি নির্ভীক!

আমার মনে কত কথা
বলার জন্য কাউকে পাই না !
মনের কথা মনে রয়েছে
এই জীবনে হবে কি বলা?

কাছের মানুষ কেন দূরে
নাহি পাই তাদের ছায়া!
আসবে কি আর আমার হয়ে
অনিশ্চিত এই ভাবনা!

ধৈর্য যে বাঁধ ভেঙেছে
হবে কি শেষ রক্ষা-
আমার এই ছোট্ট জীবনে
কত সহ্যা যায় যন্ত্রণা!

আমারই দ্বারা ক্ষুদ্র জীবনে
কারো নাহি করেছি অনিষ্ট সাধন,
তবুও তাদের কামনা যেন
হয় যে আমার ক্ষতিসাধন!

ভালোবাসা কাকে বলে
বুঝেও যে পাইনি আমি,
সে কারণে নয়ন আমার
সমুদ্রের স্রোতে ভাসে সর্বদাই!

সুখের দেখা মিলবে কবে
পাবো কি আর কখনো-
সুখের ছোঁয়া লাগেনি মনে
হতাশা তাই আমার জীবনে!

আমার যে কি আর হবে
ভেবে নাহি পাই যে আমি-
জীবন আমার অপূর্ণ রয়ে গেল
পূর্ণ কি আর হবে!

শত ব্যর্থতা ঝেড়ে ফেলে
জয়ী হব হয়তো একদিনে-
আল্লাহ-ই ভাল জানে
এরপর আমার যে কি হবে!

সময়কাল  ২৭/১০/২০০৩ ইং রাত: ২.৩০ মি:
আমার ছাত্র জীবনে প্রথম সময়ের দিকে কাঁচা অপরিপক্ব হাতের একটি লেখা। হঠাৎ পুরানো ডাইরিতে খুঁজে পেলাম, তবে এই লেখাটি আমার অনুপ্রেরণা, কেন জানি এই কবিতা লেখার পর থেকেই আমি মাঝে মাঝে লিখতে বসি। যদিও তা অনিয়মিত। কবিতাটি বাংলা কবিতা এর সকল সদস্য কে উদ্দেশ্যে উৎসর্গ করলাম। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন...