আমি এক চাষাকে জিজ্ঞেস করেছিলাম!
গল্প কি আপনি তা জানেন?
বলিল সে. বীজ থেকে কুঁড়ি তা থেকে গাছ
ফুল ও ফল তাতে  খুঁজি জীবনের অবলম্বন।

নদীর মাঝি কে বললাম গল্প কি?
দরিয়ার পানি করে পারাপার
মানুষ ছুটে চলছে দিন করে সাবার
এরই মাঝে আসমান ও জমিন দেখেই জীবন পার।।

শিক্ষককে বললাম গল্প সম্পর্কে বলেন
এই যে আমার ছাত্র হিসেবে তুমি এসেছো
এর থেকে সুন্দর গল্প আর কি হতে পারে বল
সাহিত্য ও ছাত্রের গল্প কেটেছে আমার জীবনকাল।

নেতাকে জিজ্ঞেস করলাম গল্প কি
জনগণ ক্ষমতার উৎস আমরা তার সেবক
বাংলার জনগণ করে না আজ বিশ্বাস
গল্পের চরিত্রে আমরা খুবই দুর্বল নাম ।

কবি কি জিজ্ঞেস করলাম গল্প নিয়ে বলেন
আমার পঙক্তি গুলো করে নাও বিশাদ আলোচনা
কোন কিছু বাদ যায় না স্বপ্ন, জীবন, বাস্তবতা
গল্প কে কবিতা লিখি বলে অনেকের চোখে তাচ্ছিল্য।