আমি তো আরো ভালো হতে চাই
সেই ছোট্টবেলায় বাবা বলেছিল
তুই আমার ভালো ছেলে!
সেই থেকে ভালো থেকে ভালো হওয়া মন চায়!
প্রথমে মিথ্যা বন্ধুত্ব করতে চায়!
তোর সাথে আমি ভালো থাকতে চাই
কবে যে তাকে ধারণ করেছি আমার মনে নাই!
দিনে দিনে বয়স আমার হল-
একের পর এক বন্ধুত্ব আমার বহরে যোগ দিল
হিংসা বিদ্বেষ পরনিন্দা পরকীয়া
তার সাথে গালি মিশ্রিত বিশ্রী ভাষা।
আছে আমার আর্থিক ও জৈবিক লালসা।
এখনো আমি ভালো হতে চাই-
জেগে থেকে স্বপ্নে দেখার মত কোন পরিশ্রম নাই
কি যে আমার ভাল কি যে আমার মন্দ-
এভাবেই কেটে গেল!
কালো চুল থেকে পাকা চুল।
কবে যে বাবার ভালো ছেলে হব !
বাবা যে আমার অপেক্ষয়,
বলবে ছেলে আমার অনেক ভালো
পরকালে দিবে পরিচয় পর্ব-
আছে যত জিন ফেরেশতা ইনসান।।