তোমার সব অভিযোগ
ভুলে যাওয়ার বইয়ের ভাঁজে রেখে দাও!
আমায় নিয়ে হেঁটে চলো জীবনের বাকিটুক
পুষ্পের পাপড়ির মত বাধবো রঙিন ভালোবাসা।।
জীবনটা নয় গণিতের সম্পাদ্য
না মিললে একেবারেই মিলবে শুন্য!
ভালোবাসার সমীকরণে হোক না আমাদের মিল
ভাগশেষে যদি থাকে কিছু অবশিষ্ট
তাও জীবনে হবে কি নেহাত নগণ্য ?
নিজেদের কি সুখে রাখা,
হয়ে যাক এ কাল পরকাল
ভালবাসার বলয় গড়ে থাকব সৃষ্টির আরাধনায়
যে জন্য আজ কথা বলি...
তুমি আর আমি অপেক্ষার ভালোবাসা।।