কত মানুষ দেখেছি তোমার মত কেউ নাই
নিজের অজান্তে হয়েছে মন চুরি
কি মায়ায় বেঁধেছো আমায়
কত সহস্র রূপসীকে নিরবে হারিয়ে তুমি
করেছ আমায় জয়।।
কি প্রেম কি ভালোবাসা
এসবই আমার কোন যায় আসে না।
চৈত্রের দাবদাহে মাটির বুক চিরেছে
আমার হৃদয়ের শীতলতা যেন তোমার অপেক্ষায় আছে।
কত সহস্র পথ হেঁটেছি
পৃথিবীর সৌন্দর্যে স্রষ্টাকে ধন্যবাদ জানিয়েছি
তোমার অনেক দোষ খুঁজতে গিয়ে
নিজেকে বারবার হারিয়েছি-
পূর্ণতা পাওয়ার জন্য তোমার অপেক্ষায় আছি।