আমার কোন দুঃখ নাই, নেই কোন সুখ-
হয়তো মাঝে মাঝে হাসি
আবার চোখের কোনে আসে জল,
তোমরা একে সুখ দুঃখ বলো
আমি বলি এইতো জীবন!
রাখি না আমি কিছু মনে না সুখ না দুখ!
ভাবছো তোমরা আমি বোকা কিংবা ভাদাইমা
যা ইচ্ছা ভাবো যা ইচ্ছা বল-
আমি আমার মতই থাকবো।
মাটি থেকে এসেছে মাটিতে যাব
পৃথিবীর কিছু নির্যাস আমার মধ্যে থাকবে
স্রষ্টা যদি আমায় ক্ষমা করে -
একাল পরকাল এই আমার সার্থকতা।।