ফজরের আজান ভেসে আসে কানে
ঘুম আমার ভাঙ্গে মোয়াজ্জিনের আহবানে!
জানলা খুলে দেখি হিমেল বাতাসে
ক্লান্তি শেষে প্রাণবন্ত মনে শান্তি আসে!

নিয়মিত পাখিরা করে কিচিরমিচির-
আমার লাগানো ফুলগুলো ফুটেছে রঙিন,
প্রকৃতি ও মানুষের জীবন যাত্রার মেলবন্ধন
জানলা এর ক্যানভাস দেখি সারাদিন ।

রাস্তার হট্টগোল জানালা পর্দা সরালে
হকাররা ফেরি করে জীবনের তাগিদে
পাশের বাড়ির সুন্দরী ললনা কাপড় মেলে
পাড়ার অনেক যুবক মনে প্রেম আনে!

বাচ্চারা খেলছে মাঠে আপন মনে!
দূরের ছাদে কে জানি ঘুড়ি উড়াচ্ছে,
আকাশে সূর্যের বন্যা যেন আলোর ঝর্ণা-
সবুজ গাছের ছায়া তলে পথিক যাচ্ছে!

জানলায় কানে ভাসছে পারিবারিক কলহ!
যায় না বাদ রোজকার গৃহস্থলীর টুকটাক শব্দ  
হয়তোবা শব্দ দূষণ কোন বাড়ির মেরামত কাজ
মৃত্যুর ঘোষণা আর কান্নার আহাজারি ভাসে হঠাৎ!

অবসর এটুকু কাটায় আমি জানালায়-
আমি বসে থাকি দক্ষিণ হাওয়ায় অথবা জ্যোৎস্নায়
লেখার উপকরণ আমি খুঁজি আনমনে
জ্বলন্ত সিগারেট এর সাথে চা থাকে আমার ।।