কু ঝিক ঝিক ঝিক চলছে রেলগাড়ি
ব্যস্ত মানুষ শহর থেকে গ্রাম বন্দর-
মিশে সুখ দুঃখ, জীবন জীবিকা
ট্রেনের জানালা এক জীবন্ত প্রদর্শনী!
নীল আকাশের মেঘের আনা গুনা
বৃষ্টি আর প্রাকৃতিক সৌন্দর্য -
দূর থেকে দেখা সবুজ অরণ্য পাহাড়
নদীর উপর দিয়ে চলা ট্রেন,
ভ্রমন পিয়াসু বাড়তি উন্মাদনা।।

কু ঝিক ঝিক ঝিক চলছে রেল গাড়ি
হাজার মাইল পাড়ি দেয়, একটু বিশ্রাম নাহি
ইট ভাঙ্গার মত শব্দ কানে আসে-
হুইসেলের আওয়াজ অনেক দূরে ভাসে!
ট্রেন ভ্রমণ ভারী মজা আরাম আনন্দে নিরাপদে
ট্রেনের টিকিট পাওয়াতে বিড়ম্বনা থাকে।
পণ্য পরিবহন ট্রেন সাশ্রয় আনে-
শিক্ষা সফর দূরের যাত্রা ট্রেন পছন্দের শীর্ষে  
উৎসব আনন্দে শিকড়ের টানে,
অধিক ঝুঁকিতে ছাদে ভ্রমন দুশ্চিন্তা আনে।

কু ঝিক ঝিক ঝিক চলছে রেলগাড়ি
দিন নাই রাত নাই আনাগোনা স্টেশনে
রেলের লোকেরা নির্ঘুম কাজে
ট্রেন চলছে উৎসব মাতিয়ে!
যাত্রী উঠে যাত্রী নামে
নেই কোনো বিরাম তার,
ট্রেনের হুইসেল এ স্বজনে
অপেক্ষার হয় অবসান।
লোকো মাস্টার চালায় ট্রেন  
টিটি দেয় টিকেট পাহারা
গার্ড উড়িয়ে পতাকার নির্দেশনা
আছে নিরাপত্তা কর্মীর পাহারা-
হাজার হাজার লোকের হয় জীবিকা
ট্রেন দেয় তার অবিরাম সেবা।
ট্রেন চলছে ট্রেন চলছে না রেখে বিরতি
চা পানে স্টেশন মাস্টার
অপেক্ষা এই আসলো ট্রেন বুঝি
মিলল তার আজকে ছুটি!
কু ঝিক ঝিক ঝিক চলছে রেলগাড়ি
বিনোদনের গন্তব্য দেয় আমাদের রেলগাড়ি।