আবার আমি নিয়মিত প্রাণভরে আকাশ দেখতে চাই
শত কর্ম ব্যস্ততাকে উপেক্ষা করে!
আকাশে মেঘের মেলা- তা আবার সময়ে ভিন্নতা
রৌদ্রজ্জ্বল সাদা শুভ্র মেঘে নীলের বর্ণিল ধারা।
মেঘাচ্ছন্ন কালো অন্ধকারে আকাশ মহিমা -
ধারণ করে কখনো প্রভাত বা গোধূলির ছায়া
এই বুঝি আসলো ঝুম বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা।।
ভোরের নীল আকাশে সূর্য দেয় দেখা মৃদু সূর্যলোকে
সূর্য অস্তের সময় পশ্চিম আকাশ রক্তিম বর্ণে দেখা।
বৃষ্টির পর আকাশে সূর্যের দেখি বিপরীতে বাঁকা ধনুক
সাতটি রঙের সমাহার আকাশের বৈচিত্র নাম রংধনু।
জ্যোৎস্না রাতে সৌন্দর্য অপরূপ,বাতাস ঝিরিঝিরি
নির্জন সন্ধ্যা, চাঁদের স্নিগ্ধ আলোয় মন মাতোয়ারা।
নক্ষত্রের ঝিকিমিকি আলো আকাশ অলংকৃত
অমাবস্যার সময় আকাশে চাঁদ যায় না পাওয়া ।
পবিত্র উৎসবে দিনে আকাশ বাড়িয়ে তুলে সৌন্দর্য
চাঁদ দেখার আনন্দ খুঁজি সবাই আকাশে বয়স ভুলে,
আল্লাহ আকাশকে সুরক্ষিত ছাদ দিয়েছে আখ্যা
মানুষ জীবজন্তু সকল সৃষ্টির জন্য যেন অনন্য দয়া।।
আকাশ না দেখলে থাকে না আমার কোনো ভাবনা
শিশু থেকে আজ অবধি আকাশ আমার ভালোবাসা
স্রষ্টার সৌন্দর্য পৃথিবীতে আকাশ অনন্য আলোচনা।