জাদুর এই পৃথিবীতে-
তোমার আক্ষেপে আমার নয়ন জল আসে,
কি দরকার ছিল তোমাকে ভালোবাসার
আমার সকল অনুভূতিতে তোমার নাম।
নিজের দুঃখে নিজে জ্বলে পুড়ে মরি
পাষাণ হৃদয় যেন পাথর বাঁধি,
সহস্র জ্বালা যেন অশ্রুতে আজ স্মৃতি
রক্ত জবা হয়ে ফুটেছে যেন হৃদয়
তবুও কেন প্রেম পিরিতি
থাকে মানুষ মশগুল!
ভালবাসলে চিরকাল এমন হয়
নিরবে কেঁদে যায় হৃদয়।।