আগমনী শরতের বার্তা
এসেছি হিমেল পরশ নিয়ে,
কদম, কামিনী, সন্ধ্যা মালতি
বর্ষাকে ছুটি দিয়ে
এক প্রকৃতির স্নিগ্ধতা এনেছে।।
দীঘি নদী থৈ থৈ- শাপলা, পদ্ম-
জলাশয়ের মাছের সাথে লুকোচুরি,
ধান শীষে লেগেছে প্রাণের হাওয়া
আকাশ বাতাস ছড়াচ্ছে স্নিগ্ধতা।
শিউলি, দোলনচাঁপা, বকুল
শরতে আজ দেখা ভার নগরে-
গ্রামীন পরিবেশ আজ শরৎ
খানিকটা মিলে বাকিটা যাচ্ছে হারিয়ে।
আকাশে মেঘের ঘনঘটা
মাঝে দেখা যায় কাশফুলের বন্যা
গোধূলির সূর্য স্নিগ্ধতা
এই বুঝি শরতের শেষে
শিশির কে দেখা -
মেঘগুলো ভাসুক বাতাসে,
আমাদের মনের আকাশ
হবে সততার সাথে দুরন্ত-
শরৎ আসুক প্রকৃতি ও মানুষের
আকাশে বারে বারে।।