নীল আকাশ ভরা তারা সৌন্দর্য দিশেহারা
চাঁদ উঠে আকাশে জোনাকিরা ঘুরেফিরে!
হিমেল বাতাসে গাছের পাতা নড়ে
শূনসান নীরবতা তারা যেন কথা বলে!
ঝিঁঝিঁ পোকা, পেঁচার ডাক, বাদুড়ের ছোটাছুটি
আকাশ জুড়ে চাঁদের আলোর খেলা
তারাগুলো হাসে যেন মিটিমিটি।
কত জন্ম মৃত্যুর সাক্ষী যেন রাতের তারা
মিশে সুখ দুঃখের অংশীদার-
পূর্ব পুরুষরা ঘুমিয়ে কবরস্থানে
শান্তিতে পৃথিবীর হিসাব ফেলে!
ধ্রুবতারা পূর্ব আকাশে দিচ্ছে পাহারা
কখন বা স্নিগ্ধ জ্যোৎস্নার আলোর সাথে
হাসনা হেনার মিষ্টি গন্ধে বাড়ায় মহিমা ।
দূর থেকে আসে গভীর রাতে
পবিত্র কোরআনের সুমধুর সুর,
সারা রাত তারা দেখ মুগ্ধ আমি
আশার আলোয় নতুনত্ব অপেক্ষা।