নানান মনে আছে নানান আশা-
সবইতো এক একটা প্রত্যাশা
মানুষ ও পৃথিবীর প্রাণী কূল,
প্রতিদিন নিত্য নতুন প্রত্যাশায়
যুক্ত করে তাদের অবচিত মন।
হায়রে এক আজব মায়ার পৃথিবী
প্রত্যাশা শেষ হবে না ধ্বংস অবধি-
আরো চাই আরো চাই যার যত
ভিক্ষুক থেকে রাজা একি চাওয়া
প্রত্যাশার অংক যেন কারো মিলে না।
সৃষ্টিকর্তার সৃষ্টিতে মানুষ নামটি সেরা
বুঝে না সৃষ্টিকর্তার সৃষ্টির প্রত্যাশা!
মানুষের জন্য হয়েছে যে সৃষ্টি পৃথিবী
বুঝেও যে না বুঝে আত্ম অহংকারী,
পৃথিবীর কাজে ব্যস্ত আজ মানব
বাকি রয়ে যায় আরাধনার কাজটি।
যত যাই করি তাও প্রত্যাশা করি,
ক্ষমা দেও আল্লাহ জাগতিক ভুলত্রুটি।।