বউ আমার হারিয়েছে রুপার নূপুর
খুঁঁজতেছে হন্য হয়ে এটা তার প্রিয়,
ছেলে কে দিচ্ছে বকা ধরো কেন সবকিছু
বাবাকে বলে দিব আমায় কেন বকো!
ছেলের যত খেলনা খুঁজেছে তন্ন তন্ন
আলমারির কাপড়চোপড় এলোমেলো
মেজাজ তার বেজয় চটেছে -
রুপার নূপুর রেখেছি কোথায় যেন!
কাজ শেষে বাসায় ফিরে আমি অবাক
রুপার নূপুর খোঁজো যেন ফরমায়েশ!
কীসের রুপার নূপুর কীসের কি?
আসলাম সবে দিনের শেষে ক্লান্ত আমি!
এখন তুমি বাসনা ভালো আমায় আগের মত!
তোমার দেয়া রুপার নূপুর না পেলে,
হৃদয় আসতো না দোলা শরৎ এর মত
পেয়ে বুঝ না আজ আমার মর্ম!
কি জ্বালা বাড়াইয়ও না তোমার পেরেশানি!
আবার গড়িয়ে দিব যাও যদি সোনার কিছু-
রাখো তোমার বাহাদুরি কথার ফুল ঝুড়ি,
খুঁজে দাও রুপার নূপুর কারণে মিশেছি প্রাণে !
তুমি বৃষ্টি শেষে ঝলমলে রৌদ্রের আলো
একটু শান্ত হও মিলবেন নূপুর ঝলমলে!
সারাদিন ঘরের কাজে নিজের করেছ কি হাল
আমার সোনা মিষ্টি বউ তুমি যে সব !
একটু কি চিন্তা করে দিয়েছে বউ জিভে কামড়
সাজ সকালে গোসলের পর রেখেছে সে খুলে
ড্রেসিং টেবিলের সাজগোজের সাথে-
আনো তোমার রুপার নূপুর পরিয়ে দিব আবার!
ভালোবাসার শিকলে থাকবে তুমি আমার চিরকাল
রুপার নূপুর ধন্যবাদ রবে তুমি দুষ্টু মিষ্টি সংসারে।।