খোকা আমার বিরক্ত
শহরে যানজট নিয়ে,
রোজ সেই স্কুলে যায়
ক্রিং ক্রিং রিকশা দিয়ে!

ঝলমলে রোদের আলো
বর্ষার ঝিরিঝিরি বৃষ্টি,
এসব তার ভারী পছন্দ
শুধু যানজটই অসন্তুষ্টি।

স্কুলে পড়াশোনা আর
টিফিনের ফাঁকে খেলাধুলা,
এসবে তার ভারী উৎসাহ
যানজট দুর্ভোগে জ্বালা।

যানজটে সময় টুকু
নষ্ট যদি না হতো
বিশ্রাম ও আনন্দ
খোকার স্কুলে যোগ হতো।