ক্রিং ক্রিং ব্যস্ত শহর- গ্রামে
রিকশা আমাদের পৌঁছায় গন্তব্যে
নানান রঙের বাহারি সাজে
নগর থেকে গ্রামীণ শিল্প কর্মে,
আঁকা থাকে রিকশা গায়ে রং তুলিতে!
বিমূর্ত সংস্কৃতি ঐতিহ্যের স্বীকৃতি
মিলল ঢাকার রিকশা ও রিকশা চিত্র
ইউনেস্কো স্বীকৃতি ঢাকা রিকশা নগরী!
মুঘল থেকে আজ অবধি
রিকশা ঢাকার অবিচ্ছেদ্য।
উৎসব ও প্রয়োজনে রিকশা রাখে মাতিয়ে -
চৈত্রের দাবদাহ বা বর্ষার জীবনযাত্রা
রিকশা আমাদের গন্তব্যের আস্থা।
তরুণ তরুণী রিকশায় প্রেমে মশগুল
ধুলাবালি ও বৃষ্টিতে রিকশায় চড়া বিড়ম্বনা!
অলি গলি থেকে মহাসড়ক যাচ্ছে ছুটে
প্যাডল চেপে হাতল ধরে যাত্রী পৌঁছায় -
জোরে চালাও আস্তে চালাও ডান অথবা বামে
জ্যাম দেখলে গাড়ি ঘুরিয়ে যায় অন্য পথে।
কেউ ডাকে এই রিকশা কেউ ডাকে মামা
ভাড়া নিয়ে দর কষাকষি-
ন্যায্য ভাড়া সব সময় মিলে না।
যাত্রীবেশে রিকশা চুরি থাকে আশঙ্কা
ট্রাফিকের লাঠির বাড়ি, গালাগালি
এই নিয়ে রিকশাওয়ালা জীবন জীবিকা।
এসেছে অটো রিকশা যাচ্ছে ভাড়া কমে
হতাশা আসছে প্যাডল রিকশাওয়ালা মনে
যানজটের জন্য সবাই রিকশায় দায়ী করে।
কেউ দেয় খুশি হয়ে টাকা বাড়িয়ে
রিকশাওয়ালা চোখ মুখে আনন্দে আসে!
সারাদিনের হাড়ভাঙ্গা খাটনি খেটে
খাবার খায় ফুটপাতের ধারে
ক্লান্ত শরীর বিশ্রাম নেয় রাস্তায়
রিকশায় চড়ে গা ভাসিয়ে!
আগামী দিনের স্বপ্নের দিন বুনে
এই বুঝি পরিবার সচ্ছলতা আসবে
মাহাজন নয় নিজের রিকশা হবে।।