সুখ-দুঃখ, জন্ম-মৃত্যু,
এর মাঝে মানুষের সময় কতটুকু?
জন্ম থেকে সুখ খুঁজতে আসে জীবনের শেষ প্রান্ত!
মৃত্যুর আলিঙ্গনের প্রান্তে ক' জন সুখী হতে পারে,
কি জন্মের স্বাদ কি মৃত্যুর স্বাদ!
কত যুগ প্রজন্ম মনে রাখে-
ক' জনই মনে রাখার মত কত কি করে?
বেলুম আমরা ভুলিয়া যায়-
স্রষ্টার রহস্যই আমাদের পৃথিবীতে অবস্থান।
সুখ দুঃখ জীবন মৃত্যু সবই সৃষ্টির রহস
দিগ্-বিদিক মরীচিকা ভুলে
হেঁটে যাবো স্রষ্টার দেখানো নির্দেশে -
আলোর সন্ধানে উদ্ভাসিত হব স্বর্গের পথে।।