আর যাই করি পারবো না তোমার জন্য মরতে
ভালবেসেছি এটাই বেশি।
তুমি প্রাক্তন হয়েছে এতে আমার কি?
দোষ থাকতে পারো যে কারোর-
পৃথিবীতে হয় না সবার মনের মিল!
কি ভালোবাসা কি প্রেম কি মোহ?
থাকে কি চিরকাল সবকিছু!
যেখানে মাটির মানুষ মাটিতে মিশে!
কিছুর জন্য আক্ষেপ করার সময় কই?
তার মানে ভেবো না আমার ভালোবাসা খুঁত ছিল!
ছিল না কোন অভিনয়, কোন অবহেলা!
বিধাতার লিখনে শুধু তুমি ছিলে না!
তারপরও ঘূর্ণায়মান পৃথিবীতে হবে দেখা!
এটাই বাস্তবতা মানুষ হিসেবে ভালবেসো
হোক পৃথিবী হোক স্বর্গ তোমার আমার সৃষ্টির রহস্য
যেন মনের অজান্তেই অসমাপ্ত পুনরাবৃত্তি।।