আমার উদ্দেশ্য তোমার সাথে একটি সম্পর্ক করা-
এর তুমি কি নাম দিবে ইচ্ছে, প্রেম না ভালোবাসা
আমি বলছি না তুমি আমার জীবন, তুমি আমার মরণ
শুধু এতোটুকুই এক হয়ে থাকতে চাই, একসাথে মরতে
না না একি মরার কথা বলছি কেন, তা বড় বেমানান
জন্মিলে মৃত্যু, মানুষ হলে প্রেম, থাকবে ভালোবাসা
আর এসবের মাঝেই সম্পর্কে তোমাকে রাখতে চাই।
জানো আমি রংধনুর স্বপ্ন দেখি, শুধু তোমাকে ঘিরে
রংধনু যেমন তেমন প্রত্যেক, রং এ তোমায় দেখা যায়-
ভালোবাসা কি পাগল করে, না পাগলরা ভালোবাসে!
শাহবাগের ফুল গুলো সব কি নিতে ইচ্ছে করে-
তুমি আমার একমাত্র ফুল তোমায় দিব বলে ।
ঝুম বৃষ্টিতে ভেজা আর জ্যোৎস্না দেখা, তোমায় নিয়ে
নদী- পাহাড় ছুটে বেড়ানো শখ, আমার যে বড্ড
আমি বলছি না ভালোবাসো, আমায় রেখো সম্পর্কে।।
………………………………………….