বুকের ভেতর পাথর চাপা অনুভব
নিজের জন্য হয়নি কখনও ব্যথা-
মানুষের কথা যেন আর সইতে পারি না
যদিও হইত পড়শী তবে যেত মানা,
রক্তের সম্পর্কে বাধা -
মন থেকে তাই আসে তাই নীরবতা!
কিন্তু এভাবে কতদিন আর,
যাবে যে এই সম্পর্কটা টানা!
ঘাটতি যে হবে কখন সম্পর্কের যাবে না তা বুঝা
শুধু এতটুকু বুঝে যাবে সবাই-
প্রয়োজনে দূরত্ব হয়েছে বুঝি।
অতীতের আত্মীয়তা ইতিহাস আজ সবই।।