রোজ সকালে ঘুম ভাঙ্গে
পাখির মিষ্টি সুরে-
ছোট থেকে আজ অবধি
পাখি ভালোবাসি।

সোনামণির কান্না থামে
পাখি দেখে, খাবার খায়
নিজেকে সে পাখি ভাবে
আপন কল্পনায়!

ভালোবেসে পাখি ডাকলে
খুশি হয় সবাই-
প্রেম ও ভালবাসায়
পাখি আজ উপমায়।

পাখি না থাকলে
মুক্ত আকাশ শূন্য শূন্য লাগতো
নীল আকাশের গরিমা
একটু হলেও কম হতো।

জলে ও স্থলে পাখির বিচরণ
খাবার অন্বেষণ ব্যস্ত পাখি,
তা দেখে মুগ্ধ আমরা সবাই
জীব বৈচিত্র আসে ভারসাম্য ।

অরণ্যে সবুজ সমারোহে
যেন পাখির স্বপ্নের রাজ্য-
ফল ফুল পাখির খাবার
বাদ যায় না পোকামাকড়!

সন্ধ্যাবেলায় পাখি যায়
নীড়ে ফিরে পরিবারে-
পাখির বাসা গুলো শিল্পে ঠাসা
আমরা তাতে অভিভূত!

কৃষক বলো জেলে বলো
আরো কত কি আবিষ্কার,
পাখি করেছে শুরু
নেই তাদের সৃষ্টির উল্লাস!

পৃথিবীকে পাখি করেছে
সৌন্দর্যের সুরে অলঙ্কৃত!
কবি লেখার উপকরণ
পাখি ছাড়া হতো কি পূর্ণ ।।