অন্ধকারে খুঁজি আমি আলো
আলোতে পরে আমার ছায়া,
মিথ্যার মাঝে সত্য খুঁজি
এত পাপ যে আমার পুণ্য গেছে ঢাকা।
নিজেকে যে আমি মানুষ বলি
এটাই তো আমার লজ্জা!
মানুষের মনুষ্যত্ব নেই তো
আমার মাঝে ছিটা ফোঁটা!
নিজের পাপ গুলো-
যদি দেখা যেত সাথে সাথে,
এই মুখ দেখাতাম না জনসম্মুখে
মাটিতে মিশে যেতাম মৃত্যুর আগে।।
তারুণ্য যৌবন দিয়েছি ফাঁকি
অনুশোচনা আসবে হয়তো মৃত্যুর ক্ষণে ,
জানা নেই কতক্ষণ আছে আমার প্রাণ
তওবা আমার সম্বল কিছুটা যদি হয় পাপ মোচন।