তোমাকে না পেয়ে ভালই হয়েছে
এখন আমি প্রেমের কবিতা লিখতে পারি
ঘন্টার পর ঘন্টা একা থাকতে পারি,
টঙের দোকানে চায়ের চুমুকের সাথে সিগারেট
সময় টা আমার ভালই কাটে!

তোমাকে না পেয়ে ভালই হয়েছে
এখন আমি নির্ঘুম রাতে বই পড়ে সময় কাটে
বন্ধুদের আড্ডায় থাকতে পারি,
রাতে দেরি করে বাসায় আসতে পারি
অনিয়ম করে ঘুম, খাওয়া সবই আমার এখন হয়!

তোমাকে না পেয়ে ভালই হয়েছে
পৃথিবীর সব কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারি
প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে পারি,
তুমি ছাড়া আমার পৃথিবী মস্ত বড়
প্রয়োজনীয় নিজেকে সময় দিতে পারি!