সাহিত্যিক হতে চেয়েছি জ্ঞানী আমি নই
হাসো আমায় নিয়ে দিয়ে কবি পরিচয়!
তোমাদের আড্ডায় হাসির খোরাক হয়ে
আমি শুধু লিখে যাই প্রতিদিনের ছবি।
লেখকরা নাকি বেশ অগোছালো
তোমরা বল অহরহ যেন নষ্ট চরিত্র,
জীবনে চলার পথে সামনে যাহা পাই
লিখে ফেলি সব ভালো কি মন্দ!
বাদ যায়না প্রকৃতি মানুষে গুলো
তাচ্ছিল্য চোখে থাকি অনেকের গল্পে,
একটু না হয় আবেগের বসে থাকে ভাবনা
তাই বলে আমায় নিয়ে সমাজের এত খেলা।
তোমরা যে যাই বলো লিখে যাব আমি
সাহিত্যে আমার পদচরণ হবে মুখরিত ।।