আকাশে পাখি উড়ে উড়ে,
নীড় খোঁজার তাড়াহুড়া আসে!
নদীতে ঢেউ এর ঝড় আসে-
লোকজনের মনে ফসলের দুশ্চিন্তা!
ঘরবাড়ি ভাঙ্গার শঙ্কায়
মানুষের হয় শত কষ্ট ।।
**এই কবিতাটি আমার পাঁচ বছরের ছেলে আহনাফ মুসাব সাঈদ চিন্তায় লেখা। তার বায়নাতে অনেকদিন পর লেখা পোস্ট করা হলো। কবিতার বিষয় বস্তু টি তার লেখা। আমি কিছুটা সম্পাদনা করেছি!! সবাই তার জন্য দোয়া করবেন! **