বাবা ছিল আমার
মৃত্যুটি আমি কাছ থেকে দেখেছি-
হে আমার প্রিয় পিতা !
ঠিক যেমন ভূমিষ্ঠ শিশুর মত-
বহুকাল আগে নিয়েছিলে পরম যত্নে
ক্ষমা কর আমায়- তুমি এসেছিলে
একবার মাত্র আমার কোলে।
তোমার আদু কন্ঠে স্পষ্ট শোনা গেল
পবিত্র "কলেমার" ধ্বনি।
চিরনিদ্রা এভাবে ঘুমিয়ে পড়বে
যে আমার কোলে চিরতরে অভাগা করে
তা কখনো স্বপ্নে ভাবি নি!
কতটা হীনতার পরিচয় ছিল আমার কাজে-
ব্যতিব্যস্ত ছিলাম কোল থেকে নামানোর অভিপ্রায়ে
না না এটা শুধু কোল থেকে নামানো নয়-
এ যেন চিরনিদ্রায় সাহিত করার কার্যক্রম
গোসল থেকে জানাজা আত্মীয়-স্বজনের মেলা
অবলীলায় কথা বলা এই আমি অশ্রু গড়িয়েছি
শুধু ছিল সবকিছুর ধারাবাহিকতা।
নিয়েছি তোমায় কাঁদে কবরস্থ করতে তাও
পালা বদলে খাটিয়ার চার হাতল ধরে শুনেছি শুধু
তোমার শুরু করা পবিত্র "কালেমার" প্রতিধ্বনি।
হে পিতা কখনো দেয়নি আমায় লাগতে ধুলো মাটি
এ কেমনে দিলাম আমি তার-ই প্রতিদান,
চিরতরে শুয়ে দিয়ে মাটির ঘরেতে আমি
বে মালুম আমি ভুলিয়া গিয়াছিলাম,
আমার ভূমিষ্ঠ থেকে বড় অবাধি-
কত স্নেহ আর কোলের বায়নায় ছিলাম মুখরিত
আজ সব কিছু মাটি চাপায় তারই নিষ্ঠুর প্রতিদান
আজ শুধু স্মৃতি বাবা ছিল আমার!