পৃথিবীর কোন স্পর্শ দেয়নি শান্তির পরশ
যা দিয়েছে আমার প্রজন্ম আমার সন্তান!
আমার কাছে আমার প্রিয় অনুভূতি,
মৃত্যুর পরে তার কাছেই আমার প্রতিচ্ছবি ।।

এই পৃথিবী আমার সন্তানকে রেখো ভালো
সূর্যের আলো রশ্নির মতো ছড়িয়ে দিও তার সাফল্য
সবার চোখে আসে যেন শান্তি-
চেয়ে দেখবে সন্তান আমার দেশ বরেণ্য !

ছেলে মেয়ে সবই আমার আল্লাহর সৃষ্টি-
করোনা পার্থক্য রেখে যেও পৃথিবীকে বাসযোগ্য
শৃঙ্খলা সততা পরিশ্রমের দাও বীজ বুনে,
কীর্তি তে আলো করবে যা ছিল অমীমাংসিত।।