আমি তার অভিনয়ে মুগ্ধ ছিলাম,
অভিনয় কে সত্যি ভাবলাম
বসন্ত শিহরণে নিজেকে-
পুষ্পের সৌন্দর্য অবলোকনে
কবিতা লিখে ফেললাম।
তোমাকে আমি প্রিয়
ধারণ করেছি অধিকারে নয়.!
আমি তোমার ভালো লাগা,
ভালোবাসাই নয়.!,
তুমি আমার ভাগশেষ
গণিতে আজও গরমিলে
নাগরিক কর্মব্যস্ত জীবন যাপনে
রবে প্রায় হারানো ইতিহাসে।।