মুহুরী নদীর তীরে বসে থাকা
শৈশব কেন দীর্ঘ হলো না!
আমি দেখেছি কত শত পাখি উড়ে পার হতে
নদীর এপার থেকে ওপারে কাকলি মুখরিত-
ভোরের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে,
নদীর শান্ত ঢেউ পূর্ণ রক্তিম সূর্য যেন-
আমার যৌবনের আগাম প্রতিচ্ছবি।।
নির্মল আকাশ চারিদিকে শান্ত হওয়া
দিগন্ত থেকে দিগন্তে শস্য ভরা!
চারদিকে সবুজ সে সবুজ মাঝখানে মুহুরী
মহিষের পাল ছুটে চলছে চরণ ভূমিতে,
আপন মনে মাছ ধরছে জেলে
দূরদূরান্ত থেকে আসছে লোক সৌন্দর্য দেখতে
নদীর উপরে আছে সুইস গেটের বাঁধ
হাত ধরে হাঁটছে প্রেমিক যুগল,
দুটি প্রজাপতি উড়ে বেড়াচ্ছে তাদের সাথে
যেন প্রেমিক আর প্রজাপতি জোড়া একাকার!
কত স্বপ্ন কত ভালোবাসা তার সাথে আছে আশ্বাস
বাঁধে উপর দাঁড়িয়ে দেখা যায় সমুদ্র
যেন শিল্পী কিংবা কবির অপরূপ বর্ণনা
কখনো কি কেউ ভেবেছিল
মুহুরী নদীর ধারে এসে শান্তির আনন্দধারা
থাকবে অবকাশ পারিবারিক বিকালের আয়োজন ll
নদীর ধারে শুয়ে দেখেছি রুপালি জলের ধারা
সাদা শুভ্র মেঘের সাথে নীলের আকাশ
যেখানে সূর্য এঁকে গেছে অপরূপ রংধনু!
আর আমি পেয়েছিলাম আগামী দিনের স্বপ্নের,
পাণ্ডুলিপি তাতেই যেন আমি কবি।
মুহুরী নদী তোমার সৌন্দর্যে আমি বিহমিত
ঢাকার নাগরিক জীবনে থাকলেও,
ফেনীর মুহুরী নদীর সৌন্দর্য আমার ভাবনায়।।