শিশির ভেজা শিউলি ফুলের মত ঝরে পড়েছি
আমি তোমার জীবন থেকে!
আগ্নেয়গিরি লাভা মতো পুড়েছে আমার মন,
তোমরা যাকে নাম দিয়েছো প্রেমের ব্যর্থতা
আমি পেয়েছি প্রেমের সৌন্দর্য,
আমার প্রেয়সী এর মুগ্ধতা।
তাচ্ছিল্যে চোখে তোমরা শুধাও ব্যর্থ প্রেমিক
প্রেমের বিরহের সৌন্দর্যে
আমি আজ জীবনে অলঙ্কৃত
এমন প্রেমের স্মৃতি নিয়ে মাটিতে মিশে যেতে চাই
পুরুষ প্রেমিকরা এমনই হয়,
তাতেই পৃথিবী সাজিয়ে আছে
মানব জাতির পদচিহ্ন যতদিন রয়।।