বাস্তবতার আড়ালে কষ্ট লুকিয়ে রাখি
সময়ের ব্যবধানে বাড়িয়েছি দূরত্ব
রোজকার চলা ফেরার মানুষ গুলা
স্মৃতির অ্যালবামে এখন আবদ্ধ-
সবাই শুধু হিসাব মনে রাখে স্বার্থ!
রক্তের বাঁধনের আত্মীয়, আত্মার বন্ধুত্ব
বাস্তবতা দিছে উড়নচণ্ডী থেকে মুক্তি
আমি আজ নিয়ম রক্ষায় সামাজিক।
বুঝতে পেরেছি নেই আমার গুরুত্ব
নিজেকে নিজে লুকিয়ে রাখি
প্রয়োজনে বাড়াতে পারি দূরত্ব!
অবহেলা বাড়িয়েছে অভিমান!
কি নিখুঁত মিথ্যে বলতে পারি
সময় কই যোগাযোগ করবার
অফিসের দূরত্ব আর কর্মব্যস্ত
ছুটির দিনে পরিবার এর দায়িত্ব
মনে মনে ভাবি কষ্ট থেকে
দূরত্ব বাড়তে পারি, দূরত্ব ভালোবাসি ।।