আমি বৃষ্টির প্রেমে পাগল
যে বৃষ্টি মাটি কে করছে শীতল
আমার মন কি করেছে সজীব প্রাণবন্ত ।

আমি বৃষ্টির প্রেম পাগল
বৃষ্টি না হলে আমার ফসল কিভাবে হত সহজ -
পৃথিবী মাটি বা আকাশ সাজাতো না এত অপরূপ!

আমি বৃষ্টির প্রেমে পাগল
রিমঝিম না শুনলে বুঝতাম না শব্দ এত শ্রুতি মধুর
ভেসে বেড়ানো মেঘের বৃষ্টি হত কি আকাশ প্রাণবন্ত!

আমি বৃষ্টির প্রেমে পাগল
আমার প্রেয়সির সৌন্দর্য হতো না বর্ণনা এত সহজ
জয়া জননী তনয়া লুকিয়ে বৃষ্টির মত মমতা!

আমি বৃষ্টির প্রেমে পাগল
পৃথিবীর যে প্রান্তেই হোক না বৃষ্টি স্রষ্টার রহমত -
মোচন হোক মানব জাতির পাপাচার-
বৃষ্টির ন্যায় স্পর্শ করুক ভালবাসা সবার
আমার প্রস্থানের দিনে আসুক না বৃষ্টি আযানের সুরে
কোন এক জুম্মার দিনের ফজরে ওয়াক্তে
আমি বৃষ্টির প্রেমে পাগল!