তোমায় শুধু চিনতে চেয়েছি
চেয়েছি তোমার ভালোবাসা!
অতটুকু সুখের জন্য আমি পাগল পারা।
কত স্বপ্ন ছিল চোখে!
পাখির নীড়ের মত বাধবো সংসার
প্রজাপতি রঙের মতো থাকবো রঙিন হয়ে
ভালোবাসার কিচিরমিচির,
তা পাখি কে হার মানাবে!
সুখের বাহুডোরে সবুজের কেতন উঠবে
নদীর স্রোত গুলো-
আমরা আসবো বলে শান্ত থাকবো
ফুলগুলো ফুটবে রোজ আসবে মৌমাছি!
হিংসে থাকবে পাড়াপড়শীর!
মেঘের আড়ালে সূর্য হেসে বলবে
পারিস তোরা রং ঢং দেখি তোদের ভালোবাসা
নীল সমুদ্রের পাড়ে হেঁটে যাবো নীল আকাশ দেখে
কত স্বপ্ন দেখেছি চেয়েছি তোমার ভালোবাসা
তুমি ছাড়া চেনা পথ, চেনা প্রকৃতি, চেনা মানুষ-
সবই অচেনা, শুধু চেয়েছি তোমার ভালোবাসা।।