সাহিত্য তুমি আমার প্রাণের খোরাক
অবসর বিষাদের নিরব সঙ্গী-
পৃথিবীর সব সঙ্গ যদি আমায় ছাড়ে
তুমি ছাড়বে না এই আমার বিশ্বাস!
তোমায় ভালোবাসা কি এত সহজ?
কতটা দৃঢ় বিশ্বাস ও ধৈর্য আনে পরিচয়-
ক'জন পারে তোমায় নিজের করতে?
তোমার প্রেমে যে মজবে, সে সবই পাবে!
বিশ্বের যত প্রাণ স্পন্দন, সবই থাকে ক্যানভাসে!
তোমার সৌন্দর্যে সুখ দুঃখ উপলব্ধি করতে পারে
নিজেকে নিজের সীমার বাহিরে রেখে,
তুমি নিয়ে যাও অচিন প্রান্তরে স্বর্গের ধারে!
সাহিত্যে ডুবে থাকা আমার নির্ঘুম রাত,
কাটিয়ে যেতে আমি উদ্রিব নতুনত্ব খোঁজে!
প্রেম ও ভালবাসার আপন জনের বেদনা,
খুঁজে পাই আবার ভুলেও যাই নিমেশে।
পৃথিবীর সাহিত্য হোক মনুষ্যত্বের
হওনা তুমি পাঠক, লেখক বা দর্শক শ্রোতা!
ভালোবেসে দেখো না কবিতা, মহাকাব্য, নাটক,
ছোট গল্প, উপন্যাস, রম্যরচনা বা তোমার পছন্দ যেটা
পাবে তুমি স্রষ্টা রহস্যের অন্বেষণ, কে তুমি, কি ভাবো!
তোমার আড়ালে পদচারণা হবে আলোয় পূর্ণ!