খোকা আমার ঘুমিয়ে আছে
নকশি কাঁথা টান-টান করে,
রোজ ভোরের পাখিরা
কিচিরমিচির করে।

সূর্য বলে ওঠো খোকা
কেন তোমায় দেখিনা!
ফুলগুলো সব ফুটে গেছে
তুমি খেলতে আসো না?

শিউলি তলায় ফুলগুলো সবে
ঘাসের উপর শিশির ভেজেছে
কুড়িয়ে নেবে মজার ছলে
বোনকে মালা গেঁথে দিচ্ছে!

প্রজাপতি আসবে বলে
ফুল ছেঁড়োনা তুমি,
মৌমাছিরাও বেজায় খুশি
মৌচাক গাছের ডালে।

ভোরের হিমেল বাতাসে
গাছের পাতা দোলে,
এইবার খোকা আসবে বুঝি
রোজকার মতো সকালে।।