আমি বলবো না এখনো তোমায় ভালোবাসি
অবচেতন মনে কেন জানি এখনো আক্ষেপ করি
নিজের সাথে নিজের অনেক যুদ্ধ করি,
ভুলতে পারি না অপারগতা এতটুকুই
না এটা শুধু ভালোবাসার জন্য নয় -
তার চেয়েও বেশি তোমার অপমান আর অবহেলায়
আজ আমার এই নীরবতা।
ভালবাসতে নাই বা পারো কি দরকার ছিল
অসম্মান করা!
হৃদয় বলো বা মন ই বলো-
তার হয়তো কিছুটা আমারও ছিল!
আবার অনেক কিছু সইতে পারি-
নীরবে কিন্তু মনে থাকে!
শুধু আক্ষেপ নিজের পুড়ে যাওয়া স্মৃতি থাকবে তুমি।