হতাম যদি মেঘ,
ভেসে যেতাম পৃথিবীর প্রান্তে থেকে প্রান্তে!
পাখিরা উড়তো আমার চারদিকে,
সূর্য মামা দেখা দিত নিয়ম করে-
শরৎ এর আকাশে থাকতাম সাদা শুভ্র ছড়িয়ে
শীতের আমেজে কুয়াশায় থাকতাম ঢেকে!
কৃষক অপেক্ষায় থাকতো মেঘ বর্ষণে বৃষ্টি কখন হবে
বর্ষার শ্রাবণ ধারায় অঝর ঝরে পড়তাম মাটিতে।
তৃপ্ত মাটি আমায় পেয়ে সবুজ ফসলে রাঙাতো
মেঘ কালো হয়ে আসছে বলেই-
ছাতা নিতে কেউ ভুলতো না!
কিশোরেরা ঘুড়ি উড়াতো আকাশে মেঘ ছুঁতে পাবে বলে।
পরের জন্মে আমি মেঘ হতে চাই
আকাশ থেকে মাটিতে মিশে যেতে চাই
মিশে যাক আমার সব পাপ নিমিষে
স্রষ্টা যেন আমায় মাফ করে ভুল ত্রুটি ভুলে!