ভয়টা যদি পেতাম সৃষ্টিকর্তা কে
আলো হতো আমার পৃথিবী-
শান্তি মনে প্রাণে আমার ভুবন জুড়ে,
বেহেস্তের হাতছানি মৃত্যুর আলিঙ্গন।
খোদা তুমি দিয়েছো শত নেয়ামত
কোরআন পথপ্রদর্শক আর নবী-রসুল।
আমি ভয় পেতে চাই শুধু তোমাকে
হোক শত আর্থিক ক্ষতি চাকরি ভয়!
থাকুক মহামারী প্রাণ ও ভয়-
বলবো না আমি আমায় রক্ষা করও
তারপরও ভয় লাগে সত্যই মানুষ আমি-
খোদার মন মত তাতে আমি স্তম্ভিত!
বুক ভরে নিঃশ্বাস নিতে চাই পাপহীন
পৃথিবীর ভয়হীন আশায় আর ভালোবাসায়।।