দুষ্টু প্রাণে তোমায় দেখতে মন চায়-
কতটা ভালোবাসা হারিয়েছো তুমি।
যদি পাও সময় মিলিয়ে নিও যদি তোমার মন চায়
তোমাকে যাই বা বলি প্রাক্তন নও তুমি।

‎শুধু ভালোবাসা দূরে আছো
‎এই আমি ভাবি,
‎অতীত নও স্মৃতি নও নিরবে তুমি আছো
‎তোমায় আমি কতটা ভালবাসি তা আজও ভাবি।।