আমি নিঃসঙ্গ হয়েছি নিঃস্ব হয়নি
আমি পাগলামি করি কিন্তু পাগল হয়নি,
ভালোবেসেছি কিন্তু ভুল করিনি
ঠকেছি কিন্তু সব হারাইনি।।
আমি মানুষ সব সইতে পারি
মন খারাপ নিয়ে মানাতে পারি-
নিঃসঙ্গতা ঢাকতে অভিনয় পারি
ভালোবাসার ব্যর্থতার কবিতা লিখতে পারি।।
স্রষ্টাকে আমি বিপদে স্মরণ করি
সুখের দিনে বারবার একই ভুল করি!
প্রিয় মানুষের জন্য প্রার্থনা করি
পৃথিবীতে পদচিহ্ন রেখে যাব আশা করি।।