আমরা কবরস্থ হতে দেখি নিত্য নতুন মানুষ
জান্নাতের আবদারে মিছিলে আত্মীয়-স্বজন
কবরে নাজাতের আবেদন পড়ে-
নিত্য নতুন এক কবরে চাপা পড়ে আরেক কবরে
এভাবেই হিসাব শেষ আসবে অপেক্ষার কেয়ামত!

আমরা কবরস্থ হতে দেখেছি অনেক বীর কে
মিশে আছে তারা মাটিতে!
মানুষ আজও তাদের শ্রদ্ধায়
সম্মানের স্মরণ আজ রয়েছে জীবন্ত।।

আমরা কবরস্থ হতে দেখেছি অনেক কাপুরুষকে
কাজই ছিল ভয়ডার ভরা,করেনি অন্যায় প্রতিবাদ
তারপরও তারা রুখতে পারেনি মৃত্যুকে-
কি লাভ হল সময় নিজেকে গুটিয়ে নিয়ে!
অসধুপায় আর মিথ্যে সংসার
গোছাতেই ফুরিয়ে গেল নিঃশ্বাস!

মাটিতে জন্ম মাটিতে আমার শেষ নিশ্বাস
ক্ষণিকের বাহাদুর আছে অহংকার
যদি যাও  জিয়ারতে কবরস্থান
মনুষত্ব উদয় হবে সূর্যের ন্যায় বর্ণিল ।।