আর কত রক্ত ঝরলে মিলবে স্বাধীনতার সূর্য?
যুদ্ধ একাত্তরে বিজয় ১৬ ই ডিসেম্বরে
আমার জন্ম স্বাধীন দেশে নতুন সূর্য উদয়ে
অবাক আমি শুনতে হয় ৫০ বছরএরও বেশি!
এক গল্প দুই চরিত্র মুক্তিযোদ্ধা আর রাজাকার
তার আবার ঠিকানা ভারত ও পাকিস্তান-
একজনের আছে অবদান আরেক জনের জনস্থান!
ইতিহাসবিদ জানায় এক ছিল বাপ আরেক জনের স্বামী
মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে করেছে ছিনিমিনি II
জনগণ হলো দাস কিসের আবার অধিকার?
ব্রিটিশ-ইস্ট ইন্ডিয়া,বর্গী, যত লুণ্ঠনকারী ছিল বাংলার
রাজনীতি নামে অর্থনৈতিক লুণ্ঠন তাদেরকেও হারায়!
চেতনার রংয়ের মাতামাতিতে রেখে জনগণ আজ
স্বাধীন জাতির বিভক্তি সমীকরণে দিশেহারা!
কোথায় স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের শক্তি
নিজের মত রাষ্ট্র চালাও আইন আদালতে অপশক্তি,
জনগণের টাকায় চলে আইন শৃঙ্খলা ও সামরিক বাহিনী
তাদের বুকে চালাও গুলি, কেমন স্বাধীন রাষ্ট্র?
বাংলা ভাষা, শোষণ বঞ্চনা, দাসত্বে মুক্তির-
আন্দোলনে স্বাধীন বাংলাদেশ দেব না হতে ধুলিস্যাৎ
বুঝে নিব এই দেশে আছে আমার যত অধিকার
আমি বাংলাদেশের সন্তান, জন্মসূত্রে স্বাধীনতা আমার Il