বাঙালিয়ানা হয়না মাছ ছাড়া ভোজনে
নদী যেখানে আমাদের জনপদ।
হরেক বাহারি মাছে আমাদের গ্রাম অঞ্চল
ভাতের সাথে মাছ তাতেই বাঙালি স্বাদ-
কারো শখে  মাছ ধরা কারো জীবিকা।
আগের মত ধান ক্ষেতে বিলের ধারে
হয়না দেশি মাছের আনাগোনা,
চাষের মাছে ভরসা হচ্ছে দিনে দিনে
এটা আমাদের জীবনের বাস্তবতা।।
বাঙালির হাজার বছরের মাছে গল্প
এক সময় হয়ে যাবে পুরানো!
মাছ কেনা অনেকের নেশা-
কারো আবার বাধ্য হয়ে মাছ বাজারে যাওয়া।
মাছ কাটা নিয়ে ঝামেলা শুনে নাই
এমন পুরুষ মানুষ যায় না পাওয়া!
যতই কিনে আনি টাটকা মাছ-
কখনো শোনায় গিন্নি কিনেছো পচা ।
গুড়া মাছ দেশি বলে দাম তাতে বেশি
ইলিশ দাম শুনতে লাগে ভয় ভীতি
নানান অজুহাতে গরিবের ঘরে
জোটেনা মাছ ভুগছে আমিষের স্বল্পতা!
কোন মাছ যায় না কেনা সস্তা-
মাছ দেখতে সবাই ভিড় করে বাজারে
মাছ ছাড়া বাজার যেন অপূর্ণতাই থাকে।।