রাতের আলোয় জ্বলো তুমি মিটিমিটি
জোনাকি অনন্য পোকা তুমি !
সন্ধ্যা হলে নীলাভ আলো ছাড়াও ঝোপ ঝাড়ে
বাংলায় তোমার নাম তমোমণি তা কে জানে?
পাখাওয়ালা গুবরে পোকা জন্ম স্যাঁতসেঁতে ডোবা
হলুদ, সবুজ বা ফিকে লাল রং আলোর ঝর্ণা ধারা
যৌন মিলনের আবেদনে বাহারি আলো জ্বেলে
ভালোবাসার সঙ্গী ডাকা দুঃসাহসিক সৌন্দর্য আনে!
স্থলচর প্রাণীর মধ্যে তুমিই একমাত্র আলোর বন্যা
হাজার দুয়েক প্রজাতি যায় জোনাকি দেখা!
নাতিশীতোষ্ণ এলাকায় গড়ো বসবাস  
উপকারি পোকা হয়ে থাকবে বাংলায় চিরকাল
রাতের সৌন্দর্য জেনো তুমি চলমান তারা,
কত শত সাহিত্যিক দেয় তোমার উপমা!
প্রেমিক যুগলবন্দী স্বপ্ন তোমার মত ঝিকিমিকি
ছোটদের কাছে নাগালের খেলনা তারা তুমি!
বড় বিপদে আছো তুমি জোনাকি সারা পৃথিবীতে
মানুষ সৃষ্ট দুর্যোগ অন্য প্রাণীর উপদ্রবে
আজ তুমি বিপন্ন আমার মন উদ্বেগ কষ্টে পুড়ে!