তোমাকে পাইনি বলে আজ আমি কর্ম ব্যস্ত
কখন দিনের সময় ফুরিয়ে যায়-
অবসর টুকু নিয়ম করে পরিবারের খোঁজ
বউ বাচ্চা আত্মীয়- স্বজন দৌড় এতটুকু!

তোমাকে পাইনি বলে আজ আমি লেখালেখিতে ব্যস্ত
রসদ খুঁজি জীবনের নিরিখে বাস্তবতা,
চোখ এড়িয়ে যায় না সমাজ দেশ প্রকৃতির ভালোবাসা
পৃথিবীর সৌন্দর্য উপভোগ করি নিয়মিত।

তোমাকে পাইনি বলে আজ আমি ধূমপানে স্বাধীন
বন্ধু মহলে আড্ডায় নিয়মিত আয়োজক,
বারবিকিউ আর ভোজ বিলাসিতায়
পালা আসে ছুটির দিনে ভ্রমণে পরিকল্পনা।

তোমাকে পাইনি বলে আজ তুমি থাকো কথার খোঁচায়
আমার লেখালিখি ট্রলে অনেকে খুঁজে তোমায়-
শ্রাবনের বৃষ্টি সৌন্দর্য থেকে ষড়ঋতু, নদী সমুদ্র,
পাহাড় জ্যোৎস্নার আলো অরণ্য বাদ যায় না কিছু!

তোমাকে পাইনি বলে আজ আমার অঙ্গনার খুনসুটি
প্রেম আর দায়িত্বে ব্যস্ত সন্তানদের সাথে মুখরিত
অনেক ভালোবাসায় আজ আমি উচ্ছ্বসিত
আফসোস হয় তোমার জন্য তুমি কি হারিয়েছো!
তোমাকে পাইনি বলে আজ আমি অনেক ভালো
ধন্যবাদ তোমায় বিদায়ে আজ আমি পরিপূর্ণ।।