ব্যস্ত জাদুর শহর ঢাকা আমাদের
ইতিহাস ঐতিহ্য তার সাথে রাজনীতি
কি রাত কিবা দিন চলছে মানুষ ছুটে
ভাগ্যের অন্বেষণে অথবা মায়ার আবদ্ধে!

উঁচু দালান আর আলোর ঝলমলে,
চারদিকে হট্টগোল মানুষের কোলাহলে
এভাবে শত শত বছর করছি পার -
বাঙালি ও বাংলার জনগণ।

কোটি মানুষের স্বপ্নের সাথে মিশেছে
ঢাকার প্রত্যেকটি দিনের কাজে  
নিঃশেষ হচ্ছে দিন দিন মাটি
দখলে গ্রাম থেকে নতুন লোকজন।

সারা বিশ্বকে ছাড়িয়ে ঢাকা দূষণে শীর্ষে
প্রত্যেকদিন এগিয়ে যাচ্ছে নিজেকে ।
কি নদী কি বাতাস কি মাটি
এ যেন বিষাক্তের বিভীষিকার রূপান্তর।

খাদ্য আর পানি মানুষগুলো ভেজালে
নেই আর কিছু বাকি,
অর্থ বিত্ত যান্ত্রিক চিন্তায়
মানুষগুলো আজ মানবিকতা হারায়।

মানুষে মানুষে আছে হাজার বৈষম্য
থাকুক শান্তির বিতর্ক
তারপরও ঢাকা মিশে আছে আমাদের রক্তে
বাংলাদেশের প্রাণের রাজধানীতে।।