মাটির ঘরে থাকি আমি
মাটিতে বসবাস-
আসবে তুমি এক সময়
অপেক্ষা আমার।

তোমরা কি ভাবছো?
আমি ভালো ছিলাম!
বলোনি তো আগে-
পাশে ছিলাম তোমার!

আমায় নিয়ে কেউ
করেছে শুধু নিন্দে-
আবার কারো ভালবাসা
এখন মনে পড়ে !

এখন আমি মানুষ নই
মিশেছি আজ মাটিতে,
ভুলে যাচ্ছ তোমরা
ছিলাম আমি পৃথিবীতে।

জীবনটা গোলক ধাঁধা
ভালো-মন্দ আছে ঠাসা
পৃথিবীতে চলো সময় থাকতে
স্রষ্টার আদেশ মতে!

চিন্তার করো অবসান
আত্মীয় ছিলাম তোমার,
আজ আমার বাস
শুধুই কবরস্থান।

ভয় পেয়ো না-
নেই আমার ক্ষমতা!
সবাই নাম ভুলে-
মৃত বলে ডাকে!