প্রতিদিনের নিত্য বাজার সদাই
হাফ ছেড়ে নেই বাঁচার উপায়!
চাল ডাল মুদি সদাই দরকারী
দিনে দিনে বাড়ে অজুহাতে
দ্রব্যমূল্য বৃদ্ধির শোরগোল-
থাকেনা যেন বেশি বেশিক্ষণ।
রাজনৈতিক অস্থিরতায় দাম
বেড়েছে আছে মন্দা অর্থনীতি,
যায় না বাদ বিশ্বের কোন মহামারী।
দুর্যোগ আর হাজার অজুহাত
আছে বলার জন্য রেডী লোকবল,
জনগণ নিশ্চুপ যেন দিশেহারা
বাড়ছে না তার আয়ের পাল্লা।
প্রতি বার্ষিক বাজেট আসলে
বাজ যেন পড়ে নিত্য সদাইএ।
পণ্যের দাম কমা বাড়নো নামে
খেলা চলে দামের ঊর্ধ্বগতি নিয়ে।
শিশু খাদ্য দুধ জীবন রক্ষাকারী ওষুধ
কখনো কমা যেনো তাদের বারণ।
কি যেন এক অদ্ভুত নিয়ম সব যেন
সয়ে যায় বাংলার বীরের জনগণ।।