চলছে বাহিরে রিমঝিম বৃষ্টি
প্রিয়া তার প্রেমিকের হাতে হাত রেখে
ভিজে চলছে টং দোকানে -
আধা কাপ চা তাতে কিছু বৃষ্টি
ভালোবাসা রোমাঞ্চিত সুখ অনুভূতি।।
অফিস কিংবা মিটিং এর ফাঁকে
চা যেন সতেজ করে মনকে।
বাংলার ঐতিহ্য সাংস্কৃতি
চা আপন আলোয় আজ উদ্ভাসিত !
রাজনীতি অর্থনীতি সমাধান খুঁজে
চায়ের পেয়ালায় চুমুক দিয়ে।
চলছে চা চক্র ভোটের গণনা
প্রার্থী থেকে এলাকা বাসী আড্ডায়-
জনগণ মেলা চায়ের পেয়ালায়।
যতসব আড্ডা তর্কের অবসান
চায়ের পেয়ালা তার শৃঙ্খল।
চলছে পরীক্ষা নির্ঘুম পড়াশোনা
মায়ের হাতে বানানো কড়া চা
এনে দেয় বাড়তি অনুপ্রেরণা।
অতিথি আপ্যায়নে চা না হলে
বাড়ির সুনাম যেন নষ্ট হবে!
টিভিতে খেলাধুলা দেখতে বসা
চা ছাড়া যেন আসে না উত্তেজনা।।
ব্যস্ত শহরে বেকার যুবক দুপুরে
খাবারে কলা পাউরুটি সাথে চা
ছাড়া থাকে না আর কিছু বাজেটে!
ছলছল চোখে আগামী স্বপ্নে
বেকার যুবক চা সাথে সিগারেট টানে।
চা বেচে মানুষের চলছে জীবন জীবিকা
শহর বন্দর গ্রাম দিনরাত্রি যায় না বাদ।
চা বাগানে শোষিত শ্রমিকের পরিশ্রমে
আজ আমাদের মন ভরে চায়ের চুমুকে!
আমার যত লেখার বিষয় গুলি
চায়ের পেয়ালা তার সবই সাক্ষী ।।